Author Topic: নবম শ্রেণি - হিসাববিজ্ঞান | অধ্যায় ২ : বহুনির্  (Read 3506 times)

Offline Mahmud

  • Administrator
  • Full Member
  • *****
  • Posts: 157
    • AOL Instant Messenger - Mahmud
    • View Profile
    • www.dis.edu.bd
    • Email
অধ্যায় ২
[/b]
১. হিসাবরক্ষণের মূল ভিত্তি কী?

   ক. লেনদেন       খ. জাবেদা

   গ. চালান          ঘ. ক্রয় বই

২. লেনদেন সর্বদা পরিবর্তন আনে কোনটির?

   ক. মোট সম্পত্তির    খ. মোট আয়ের

   গ. মোট মুনাফার    ঘ. আর্থিক অবস্থার

৩. ব্যবসায় প্রতিষ্ঠানে যেসব দৈনন্দিন ঘটনা ঘটে সেগুলোকে লেনদেনের কী বলে?

   ক. দলিল          খ. ভিত্তি

   গ. উৎস          ঘ. বৈশিষ্ট্য

৪. হিসাবের উৎস কী?

   ক. লেনদেন       খ. জাবেদা

   গ. রেওয়ামিল       ঘ. ক্রয় বৃদ্ধি

৫. প্রতিটি লেনদেন পরিমাপযোগ্য হয় কিসে?

   ক. মিটারে       খ. লিটারে

   গ. টাকায়          ঘ. কিলোগ্রামে

৬. লেনদেন শব্দটির আভিধানিক অর্থ কী?

   ক. দেনা–পাওনা    

   খ. মন দেওয়া–নেওয়া

   গ. আদান–প্রদান    

   ঘ. আয়–ব্যয়

৭.  লেনদেনগুলোকে লিপিবদ্ধ করার জন্য সঠিক পদ্ধতি অনুসরণ করার মূল উদ্দেশ্য কোনটি?

   ক. সঠিক আর্থিক অবস্থা নির্ণয় করা

   খ. ব্যবসায়ের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা

    গ. জালিয়াতি রোধ করা

   ঘ. আয় নির্ণয়

৮. একটা ব্যবসায়ের লেনদেনের ফলাফল কী হতে পারে?

   ক. দীর্ঘস্থায়ী

   খ. স্বল্পমেয়াদি

   গ. স্বল্পমেয়াদি দীর্ঘস্থায়ী

   ঘ. মধ্যমেয়াদি

৯. আর্থিক অবস্থার পরিবর্তন হলে কী হবে?

   ক. অবচয়          খ. লেনদেন

   গ. ক্ষতি          ঘ. লাভ

১০. মেশিনের অবচয় ধার্য করা হলো ৫০০ টাকা এটি কোন ধরনের লেনদেন?

   ক. বকেয়া লেনদেন

   খ. দৃশ্যমান

   গ. নগদ লেনদেন

   ঘ. অদৃশ্যমান লেনদেন

সঠিক উত্তর

অধ্যায় ২: ১.ক   ২.ঘ   ৩.গ   ৪.ক   ৫.গ   ৬.গ   ৭.ক   ৮.গ   ৯.খ   ১০.ঘ 

মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা
https://www.prothomalo.com/education/study/g2bucmipv9